Header Ads

Header ADS

বাংলা নতুন ব্যাকরণ Vs বাংলা পুরাতন ব্যাকরণ

 

💥সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু নোটস দিলাম সংগ্রহে রাখো কাজে দিবে 😍


💥নতুন ব্যাকরণ  Vs পুরাতন ব্যাকরণ💥


নবম-দশম শ্রেণির নতুন বাংলা ব্যাকরণ বইয়ের তথ্য 

অনুযায়ী–


🔯 ভাষার জগতে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ;

পূর্বের বইয়ে ছিলো: চতুর্থ।


🔯 স্পর্শ ধ্বনি ২০টি; পূর্বের বইয়ে ছিলো: ২৫টি


🔯 উষ্মধ্বনি ৩টি (শ, স, হ); পূর্বের বইয়ে ছিলো:  ৪টি (শ, স, ষ, হ)।


🔯সমাস ৪ প্রকার;

পূর্বের বইয়ে ছিলো: ৬ প্রকার

( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ)।


🔯  উৎস অনুযায়ী বাংলা শব্দ ৪ প্রকার: তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি; পূর্বের  বইয়ে ছিলো ৫ প্রকার: তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।


🔯 পদ মোট ৮ প্রকার;

পূর্বের বইয়ে ছিলো: ৫ প্রকার


🔯সর্বনাম ৯ শ্রেণিতে বিভক্ত; পূর্বের বইয়ে ছিলো: ১০ শ্রেণি।


🔯 বিভক্তি ৩ প্রকার; পূর্বের বইয়ে ছিলো: ৭ প্রকার


🔯 বর্তমান কাল:

৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান);

পূর্বের বইয়ে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)


🔯 ভবিষ্যৎ কাল: ৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ); পূর্বের বইয়ে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)


🔯কারক ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক);

পূর্বের বইয়ে ছিলো: (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)


🔯 যতিচিহ্ন:

বর্তমানে ১৪টি; পূর্বের বইয়ে ছিলো: ১২টি।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.