জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের করণীয়-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের করণীয়-
✅ অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ: ২০ জুন থেকে ২৮ জুন রাত ১১.৫৯ টা পর্যন্ত..উক্ত তারিখের মধ্যে অবশ্যই অনলাইন ফরম পূরণ করবেন ll
✅ রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সহ প্রয়োজনীয় কাজপত্র জমা দেয়ার তারিখ: ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ll
✅ শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি রােল ও পিন কোড এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে।
✅কলেজে কত টাকা ও কি কি লাগবে এটা উক্ত কলেজের নোটিশ দেখে জানতে পারবেন অথবা কলেজের ওয়েবসাইট এ দেওয়া থাকবে
✅যারা ১ম মেধা তালিকায় চান্স পাওয়ার পরেও ভর্তি হবেন না তাদের মেধা তালিকা বাতিল হয়ে যাবে।
✅কলেজ ৩০ জুনের মধ্যে ভর্তি নিশ্চয়ন করবে,কেউ পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকলে অবশ্যই ২৭ জুনের মধ্যে ভর্তি বাতিল করতে হবে; দ্বৈত ভর্তি গ্রহণযোগ্য নয়।
⭕ ভর্তি হতে যা যা লাগতে পারে:
• অনলাইনে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরম-২ কপি, একটা কলেজ কপি ও একটা স্টুডেন্ট কপি।
• প্রাথমিক আবেদন ফরম (আবেদনের সময় কলেজ থেকে যে অংশ দেওয়া হয়েছে)।
• এসএসসি ও এইচএসসি এর মূল সনদপত্র/প্রশংসা পত্র।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড।
• জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ, নাগরিকত্বের সার্টিফিকেট। (লাগেনা তেমন)
• পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।
• ভর্তির জন্য কলেজ কর্তৃক নির্ধারিত টাকা।
সরকারি কলেজ হলে আনুমানিক ৫ হাজার+, বেসরকারি কলেজ হলে আনুমানিক ১০হাজার+ এর মতো।
[এগুলো কলেজভেদে ভিন্ন হয়ে থাকে]
সাবজেক্ট নিয়ে অনেকে হতাশায় আছো, আমার মতে যারা সহজ সাবজেক্ট পেয়েছো তারা লাকী, জব প্রিপারেশন নেয়া সহজ হবে। তবে বাংলা, ইংরেজি,গনিতে ভর্তির সুযোগ থাকলে হইয়ো।এগুলো ব্যাসিক সাবজেক্ট,সারাদেশে অনেক টিচার লাগে প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কোন সাবজেক্টের জব ডিমান্ড কেমন বিস্তারিত পোস্ট করবো খুব শীঘ্রই,হতাশ হবার সুযোগ নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, জীবন থেমে থাকবে না।
যাদের পরবর্তী মেরিটেও আসবে না তাদের রিলিজ স্লিপে আবেদন করতে হবে,নতুন করে চয়েস দিতে হবে ৫টি কলেজ। যাদের জিপিএ একদম কম,অনার্সে কোনো সাবজেক্ট পাবে না তাদের জন্য ডিগ্রি, অনার্স প্রফেশনাল কোর্স অপেক্ষা করছে। ২য় মেরিট খুব সম্ভবত জুলাই এর প্রথম সপ্তাহের মধ্যেই দিবে।
*রিলিজ স্লিপ,ডিগ্রি, প্রফেশনাল অনার্স এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে পোস্ট করবো খুব শীঘ্রই। পোস্টের নোটিফিকেশন পেতে আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট/ফলো দিয়ে যুক্ত থাকো নিজ দায়িত্বে। হতাশ হবার অবকাশ নেই,কিছু একটা ব্যবস্থা হবেই।
sakib
Sakib Academy
কোন মন্তব্য নেই