Header Ads

Header ADS

কি কি আছে চবি তে? the beauty of Chittagong University.

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন সেরা?


 কষ্ট করে দেখে নেওয়া যাক।


The beauty of Chittagong University 💝💝💝


১)দেশের সবচেয়ে বড় (২১০০ একর) বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


২)দেশের ৪ টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চবি ১টি।


৩) প্রতিষ্ঠার দিক থেকে দেশের ৩য় বিশ্ববিদ্যালয় হচ্ছে চবি.


৪) ৫৪ টা ডিপার্টমেন্ট, ২৮ হাজার ছাত্রছাত্রী, প্রায় ১ হাজার শিক্ষক নিয়ে বিশাল এক পরিবার।


৫) রয়েছে ৩.৫ লক্ষ বই নিয়ে বিশাল কেন্দ্রীয় গ্রন্থগার।


৬) ছেলেদের জন্য ৮ টি হল ,মেয়েদের জন্য ৪ টি হল (মোট ১২ টি হল) নির্মাণাধীন আরও ৩টি হল


৭) বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যার জন্য আলাদাভাবে রয়েছে ২ টি শাটল ট্রেন,১ টি ডেমু ট্রেন( বন্ধ রয়েছে)  ও BRTC এর লাল বাস,শিক্ষক দের জন্য অর্ধশত এসি-নন এসি বাস।


৮) দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব জাদুঘর আছে।


৯) দেশের একমাত্র হাইটেক পার্ক যুক্ত বিশ্ববিদ্যালয় এবং একমাত্র পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয়।


১০) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফ্যাকাল্টি( বায়োলজি ফ্যাকাল্টি)।


১১) দেশের একমাত্র প্রাকৃতিক ঝরনা যুক্ত বিশ্ববিদ্যালয়।


১২) চাকসুতে পাবেন-৫ টাকায়-দুধ চা,পরটা। ৩০ টাকায়-পোলাও,মুরগি / ডিম,১০ টাকায়- পানি পুরি। খাওয়াদাওয়া, আড্ডা দেওয়ার জন্য রয়েছে ঝুপড়ি।


১৩) মায়া হরিণ,অজগর ও বন্যশূকরের দেখা মিলবে চবি ক্যাম্পাসে।


১৪) চোখ জুড়ানো ফরেস্ট্রির রাস্তা,বঙ্গবন্ধু উদ্যান,বোটানিক্যাল গার্ডেন,স্লুইসগেট, নিজস্ব প্যাগোডা ও ঝুলন্ত ব্রিজ রয়েছে, বায়োলজি পুকুরপাড় ।


১৫) বিশাল ক্যাম্পাসের ভেতরে সহজেই চলাচলের জন্য রয়েছে- জো বাইক নামে সাইকেল সার্ভিস।এটা বর্তমানে বন্ধ রয়েছে। 


১৬)বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে আছে গিরিপথ, যার নাম - চালান্দা গিরিপথ।


১৭) দুপাশে পাহাড় আর মাঝ খানে রাস্তা - যার নাম কাটা পাহাড়।


১৮) হতাশার মোড়,সক্রেটিস চত্ত্বর, টাইটানিক চত্ত্বর,কাপল রোড,শহিদ মিনার,ভূতের বিল্ডিং, রেল স্টেশন এবং রয়েছে জয় বাংলা চত্ত্বর ।


১৯) জালিয়াতি বিহীন ভর্তি পরীক্ষা এবং ২৪ ঘন্টার ভেতর রেজাল্ট।


২০) মাদরাসার শিক্ষার্থী,হিন্দু, বোদ্ধ এদের জন্য রয়েছে ভর্তি পরীক্ষায় বিশাল এক সুযোগ।


২১) বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার শিক্ষক নোবেল পুরস্কার পেয়েছে (ড.মোহাম্মদ ইউনুস)।


২২) জামাল নজরুল ইসলামের মতো বিখ্যাত লোক চবির শিক্ষক ছিলেন(যার লেখা একাধিক বই অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত করে পড়ানো হয় )


২৩) দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক আইন অনুষদটি চবিতেই অবস্থিত ।😎


২৪)সর্বশেষ, চবি উপহার দিবে একটি Rag বিহীন ক্যাম্পাস |

sakib

sakib academy


আরও পড়ুন :- CU circular 21 -22





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.