Header Ads

Header ADS

সৌরজগতের খুটিনাটি - এক নজরে দেখে নেওয়া যাক

 সৌরজগতের খুটিনাটি:


✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী?

➦ উঃ ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল

   (৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।

✪ প্রশ্নঃ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?

➦ উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।

✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?

➦ উঃ ৪৯টি।

✪ প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

➦ উঃ বৃহস্পতি।

✪ প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

➦ উঃ বুধ।

✪ প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?

➦ উঃ বুধ।

✪ প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

➦ উঃ বুধ।

✪ প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

➦ উঃ শুক্র।

✪ প্রশ্নঃ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?

➦ উঃ বুধ ও শুক্র গ্রহের।

✪ প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

➦ উঃ শনির (২২টি)।

✪ প্রশ্নঃ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?

➦ উঃ ৮৮ দিনে।

✪ প্রশ্নঃ বুধের ব্যাস কত?

➦ উঃ ৪৮৫০ কিলোমিটার ।

✪ প্রশ্নঃ শুক্রের ব্যাস কত?

➦ উঃ ১২,১০৪ কিলোমিটার ।

✪ প্রশ্নঃ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?

➦ উঃ ২২৫ দিনে।

✪ প্রশ্নঃ শুক্র কী নামে পরিচিত?

➦ উঃ শুকতারা বা সন্ধ্যা তারা।

✪ প্রশ্নঃ পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?

➦ উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।

✪ প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?

➦ উঃ প্রায় ১২,৬৬৭ কিলোমিটার ।

✪ প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?

➦ উঃ চাঁদ।

✪ প্রশ্নঃ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?

➦ উঃ ৩,৮৪,০০০ কিলোমিটার ।

✪ প্রশ্নঃ চাঁদের ব্যাস কত?

➦ উঃ ২,১৬০ মাইল।

✪ প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

➦ উঃ৭.৭ কোটি কিলোমিটার ।

✪ প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?

➦ উঃ ২১ জুন।

✪ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?

➦ উঃ ২২ ডিসেম্বর।

✪ কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে?

➦ উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

✪ বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?

➦ উঃ ৪,৩৩৩ দিনে।

✪ বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে?

➦ উঃ ১৬ টি।

✪ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

➦ উঃ প্রায় ১৪ কোটি ৮৮ লাখ বর্গ কিলোমিটার ।

✪ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

➦ উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।

✪ ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?

➦ উঃ ১৭৮১ সালে।

✪ ইউরেনাস কে আবিষ্কার করেন?

➦ উঃ উইলিয়াম হার্শেল।

✪ ইউরেনাস গ্রহের ব্যাস কত?

➦ উঃ ৪৯,০০০ কিলোমিটার  প্রায়।

✪ সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?

➦ উঃ ২৮৭ কোটি কিলোমিটার ।

✪ সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?

➦ উঃ ৮৪ বছর।

✪ ইউরেনাসের উপগ্রহ কয়টি?

➦ উঃ ৫ টি।

✪ কত সালে নেপচুন আবিষ্কার করা হয়?

➦ উঃ ১৮৪৬ সালে।

✪ নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?

➦ উঃ ১৬৫ বছরে।

✪ নেপচুনের উপগ্রহ কয়টি?

➦ উঃ ২ টি।

✪ সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?

➦ উঃ প্লুটো।

✪ প্লুটোর ব্যাস কত?

➦ উঃ ৫৯১০ কিলোমিটার ।

✪ প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?

➦ উঃ ২৮৪ বছরে।

✪ প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?

➦ উঃ ১৯৩১ সালে।

✪ প্লুটোর কয়টি উপগ্রহ আছে?

➦ উঃ ১ টি।

✪ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?

➦ উঃ লুব্ধক।

✪ সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?

➦ উঃ পিস্টল স্টার।

✪ সবুজ গ্রহ কাকে বলা হয়?

➦ উঃ ইউরেনাসকে।

✪ শান্ত সাগর কোথায় অবস্থিত?

➦ উঃ চাঁদে।

✪ হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?

➦ উঃ ১৯৮৬ সালে।

✪ কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?

➦ উঃ ৭৬ বছর।

✪ গ্যালাক্সির বাংলা নাম কী?

➦ উঃ ছায়াপথ।

✪ পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?

➦ উঃ সাড়ে ২৯ দিন।

✪ সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?

➦ উঃ ২৮ গুণ।

✪ পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?

➦ উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।

✪ কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?

➦ উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।

✪ সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?

➦ উঃ দুবার।

✪ বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?

➦ উঃ ৫ ঘন্টা।

✪ লাল গ্রহ কাকে বলা হয়?

➦ উঃ মঙ্গল গ্রহকে।

✪ সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?

➦ উঃ মিউ সাকাই।

✪ সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?

➦ উঃ ইটা ক্যারিনি।

✪ সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?

➦ উঃ ১৭৫৯ সালে।

✪ সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?

➦ উঃ প্রক্সিমা সেন্টরাই।


পড়ার শেষে ডান লিখে উৎসাহিত করবেন আর পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য ফলো করো।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.