Header Ads

Header ADS

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কিছু দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ তথ্য

 



📌রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কিছু দিক নির্দেশনা  ও গুরুত্বপূর্ণ  তথ্য


১।সবাইকে দুই কপি করে অ্যাডমিট কার্ড দেয়া হয়েছে।একটা এপ্লিকেন্ট কপি আর একটা বিশ্ববিদ্যালয় কপি।


২। প্রত্যেক পরীক্ষার্থীকে দুইটা কপিই পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। আর দুটা কপিতেই নিজের স্বাক্ষর দিতে হবে। পরীক্ষার হলেও স্বাক্ষর দেয়া যাবে অথবা আগেই স্বাক্ষর দিয়েও নিয়ে যাওয়া যাবে। 

এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী স্বাক্ষর দেয়া যাবে।


৩। এইচ এস সি এর মূল রেজিষ্ট্রেশন কার্ড অবশ্যই সাথে আনতে হবে।


৪।পরীক্ষার হলে সবাইকে এমনভাবে আসতে হবে যেন কান দেখা যায়।


৫। কোন ধরণের ইলেকট্রনিকস ডিভাইস সাথে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।


⇨এমসিকিউ ৮০ টি প্রশ্ন  ৮০×১.২৫= ১০০ নম্বর 


👉 সময় ৬০ মিনিট


👉পাশ মার্কস একত্রে ৪০  নম্বর। তবে সি ইউনিটে ক শাখায় মিনিমাম ২৫ নম্বর ও খ শাখায় মিনিমাম ১০ নম্বর পেতে হবে।।। 


👉এমসিকিউ প্রশ্নের প্রতিটি ভুল উত্তরে ০.২০ নম্বর  কাটা যাবে।


👉জিপিএ এর রেজাল্টের উপর কোন নাম্বার নাই।


👉রাবিতে_চান্স _পেতে ৬৬ - ৬৮% নম্বর এনাফ।


📌 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ গৃহিত পদক্ষেপসমূহঃ



১. ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করে আহ্বানপত্র প্রচার করা হয়েছে।


২. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনসহ প্রক্টরিয়াল বডি/বিভিন্ন সংস্থা ও স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ ও সমন্বয়সহ তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।


৩. ভর্তিচ্ছুদের নিকট থেকে যেন মেস মালিকগণ অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে সে লক্ষ্যে প্রক্টর অফিস মেস-মালিক সংগঠনের সাথে আলোচনা সম্পন্ন করেছে।


৪. প্রক্টর কর্তৃক ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকবে।


৫. ছাত্র-উপাদেষ্টা দপ্তর তাদের করণীয় নির্ধারণসহ প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রেখেছে।


৬. জনসংযোগ দপ্তর আপনাদের মাধ্যমে ভর্তি-পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য তাৎক্ষণিকভাবে প্রচারের ব্যবস্থা নিয়েছে।


৭. একাডেমিক পর্যায়ে সভার বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে পরীক্ষা পূর্ববর্তী সময় থেকে পরীক্ষাচলাকালীন নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে করণীয় নির্ধারণ সভা সম্পন্ন করেছে।


৮. মাননীয় মেয়রের নেতৃত্বে রাজশাহীর সুধীজন, সাংস্কৃতিক কর্মী, শহর ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ী, মেস মালিক এবং পরিবহণ মালিক সমিতির সাথেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মতবিনিময় করেছে।


৯. বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা গ্রহণে অভিজ্ঞ শিক্ষক/কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সভা সম্পন্ন করেছে।


১০. অসাধু চক্রের সদস্যদের তাৎক্ষণিক শাস্তি বিধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও শান্তি-শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।


১১. ভর্তি পরীক্ষা চলাকালে রাবি চিকিৎসা কেন্দ্র পরিচালিত একটি মেডিকেল টিম কাজ করবে। সার্বক্ষণিকভাবে ৪টি অ্যাম্বুলেন্স থাকবে। এছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ২ সদস্যের একটি মেডিকেল টিম এবং ২টি অ্যাম্বুলেন্স চিকিৎসা সহায়তা প্রদান করবে।


১৩. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৯টি ওয়াটারপ্রুফ টেন্ট স্থাপন করা হচ্ছে। প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০টি করে চেয়ার থাকবে।


১৪. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণভাবে ব্যবহারের জন্য ১২টি স্থানে ওয়াশরুমের ব্যবস্থা থাকছে। বিষয়টি প্রচারের জন্য ক্যাম্পাসের ১০টি স্থানে সহজে দৃশ্যমান ব্যানার ও নির্দেশিকা থাকবে।


১৫. এছাড়াও বিএনসিসি/রোভার স্কাউট/রেঞ্জারগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত ৯টি হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করবে।


১৬. ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের প্রচারণামূলক লিফলেট বিতরণ নিষিদ্ধ থাকবে।


১৭. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে বিভিন্ন স্থানে স্থাপিত ডাস্টবিনে ফেলার নির্দেশনা দেয়া হচ্ছে।


১৮. প্রত্যেক পরীক্ষার্থীকে প্রবেশপত্রের কয়েকটি করে কপি সঙ্গে আনতে নির্দেশনা প্রদান করা হয়েছে।


১৯. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য ক্লাব, সমিতি ও সংগঠনগুলো পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।


২০. পরীক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হল, জিমনেশিয়াম ও অন্যান্য স্থানে সীমিত আকারে থাকার ব্যবস্থা করা হয়েছে। নারী অভিভাবকদের অবস্থানের জন্য ছাত্রী জিমনেশিয়ামে সীমিত ব্যবস্থা করা হয়েছে।


২১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোরূপ হয়রানি ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যের অতিরিক্ত মূল্য আদায় করা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে। 


📌 রাজশাহী শহরে যাওয়ার ক্ষেত্রে কিছু টিপসঃ



১. রাজশাহীতে যাওয়ার পর কোনো অবস্থাতেই নিজেকে অতিথি বা শহরে নতুন হিসেবে পরিচয় দিতে যাবে না।


২. রাজশাহীতে সবচেয়ে সহজ বাহন হলো অটো বা বোরাক। আর ভাড়া নিয়ে অবশ্যই কনফিডেন্সের সাথে কথা বলতে হবে। আমতা আমতা করা যাবে না।


৩. রাজশাহীতে চলাচলের ক্ষেত্রে বা কোন নির্দেশনা প্রয়োজন হলে চা বিক্রেতা, পান বিক্রেতা এদের থেকে সঠিক নির্দেশনা পাবে।


৪. হোটেলে বা রেস্টুরেন্টে খাওয়ার ক্ষেত্রে মেন্যু লিস্ট ভালভাবে খেয়াল করবে। কোনো অবস্থাতেই ঘাবড়ানোর কিছু নেই।


৫. রাজশাহী শহর কোন প্যাচানো শহর না। ডিজিটাল যুগে এসে অপরিচিত শহরের তকমা মেখে ঘাবড়ানো যাবে না। Use Google Map and Explore your journey.


৬. যেখানেই নামো না কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়গামী অটো পাবে। তাই এটা নিয়ে চিন্তা বা প্যারা খাওয়া যাবে না।


📌 রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে ৩ টি তথ্য



১. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট প্রাপ্ত নম্বর দেয়। এক্ষেত্রে ফেল করলে সেটাও উল্লেখ থাকে ও যা পাইছো সেটাই উল্লেখ থাকে।


২. মোট প্রাপ্ত নম্বরের পাশাপাশি পজিশন দেয়। মেরিট বা ওয়েটিং কোন উল্লেখ থাকে না। শুধুমাত্র লিস্ট এবং আলাদা দুইভাবেই রেজাল্ট দেয়।


৩. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফল স্ব স্ব ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার ৩-৫ দিনের মধ্যে প্রকাশিত হয়ে থাকে।

sakib academy





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.